মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, ২ আহত:

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০৪:৩১ অপরাহ্ণ   |   ৬৪৯ বার পঠিত
মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, ২ আহত:

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনে যাওয়ার আগে জিরিবাম জেলায় নিরাপত্তা পরিদর্শনে যাওয়া একটি নিরাপত্তা দল বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়েছে। এ হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন।

 

 

সোমবার, জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এসএসএফের একটি দল। হঠাৎ করে বিদ্রোহীরা তাদের গাড়ির উপর গুলি চালায়। এসএসএফ সদস্যরা পাল্টা গুলি চালিয়ে তাদের আত্মরক্ষা করে। এই ঘটনা ঘটেছে জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পাশে কোটলেন গ্রামের কাছে।

 

মনিপুরের জিরিবাম জেলা দীর্ঘদিন ধরে জাতিগত সহিংসতায় বিধ্বস্ত। সাম্প্রতিক সহিংসতা শুরু হয়েছে গত ৬ জুনে, যখন স্থানীয় মেইতে সম্প্রদায়ের একজন ৫৯ বছর বয়সী কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়। কৃষকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু দ্রুত পরিস্থিতির অবনতি হয় এবং সহিংসতা প্রতিবেশী আসাম রাজ্যেও ছড়িয়ে পড়ে।