হোসেন বাবলা-চট্টগ্রামে
চট্টগ্রামের হালিশহরে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনোদনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতেই এ আয়োজন করা হয়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হালিশহর চৌচালা সানসেট পয়েন্ট এলাকায় মনোরম পরিবেশে পেশাজীবী সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, গল্পবলা ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারক ও বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আজীবন সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মিডিয়া সেলের সমন্বয়কারী ফয়সাল মাহমুদ ফয়েজি।
সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মিজান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক বেলাল আহমদ এবং মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী। আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ আসিফ খন্দকার, আব্বাস উদ্দিন ও জাহাঙ্গীর আলম।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মুবিন, সেকান্দর আলম, জহিরুল ইসলাম বাবলু, জহিরুল ইসলাম আরব, মুরাদ হোসেন বিপ্লব, হেলাল, শামসুল আলম রানাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অসংখ্য সাংবাদিক।
আলোচনা সভা শেষে প্রায় ৬৫ জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় ২০০ জন সাংবাদিক তাদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ বিনোদনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয় সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তির এই আয়োজন।