ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খোলাকে দায়ী করা হচ্ছে। তবে ভারত সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোমতী নদীর উজানে অবস্থিত ডুম্বুর বাঁধটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে। গত কয়েক দিন ধরে এই অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণেই মূলত বাংলাদেশে বন্যা হয়েছে। বাঁধ খোলার প্রয়োজনীয়তা ছিল কারণ ভারী বৃষ্টিপাতের ফলে জলাধারে পানির মাত্রা ক্রমশ বাড়ছিল।
ভারত সরকার আরও জানিয়েছে, তারা বাংলাদেশকে বাস্তব সময়ে বন্যার তথ্য প্রদান করছে এবং দুই দেশের মধ্যে নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা চলছে।