বিবাহিত হিরো–হিরোইনের সিনেমায় আবেদন থাকে না : শাকিল খান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
বিবাহিত হিরো–হিরোইনের সিনেমায় আবেদন থাকে না : শাকিল খান

বিবাহিত নায়ক-নায়িকার সিনেমায় দর্শকের আগ্রহ তুলনামূলকভাবে কমে যায়—এমনই মন্তব্য করলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢালিউডের বর্তমান বাস্তবতা, তারকাদের অবস্থান এবং দর্শকের রুচি নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

আলোচনার একপর্যায়ে শাকিল খান বলেন, একসময় বিয়ে করলেই নায়ক-নায়িকাদের ক্যারিয়ার প্রায় থেমে যেত। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণায় বদল এসেছে।

উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন শাকিব খানের নাম। 

তাঁর মতে, বিয়ে করেও শাকিব খান আজও শীর্ষে—এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদাহরণ।

তবে এই একটি উদাহরণ দিয়েই পুরো বিষয়টিকে সাধারণীকরণ করতে নারাজ শাকিল খান। তিনি সোজাশাপটা প্রশ্ন তোলেন,
‘অনন্ত জলিল ও বর্ষার সিনেমা কি চলছে? শাকিব-বুবলির সিনেমা কি সত্যিকার অর্থে চলছে? বুবলির কিছু সিনেমা চললেও অপু বিশ্বাসের সিনেমা তো চলছে না।

শেষ পর্যন্ত একমাত্র শাকিব খানের সিনেমাই নিয়মিতভাবে চলছে।”

এই বক্তব্যের মাধ্যমে শাকিল খানের মূল বক্তব্য স্পষ্ট—বিবাহিত তারকাদের ক্ষেত্রে দর্শকের আগ্রহ ধীরে ধীরে সীমিত হয়ে আসে। 

তাঁর মতে, ব্যতিক্রম থাকলেও সামগ্রিকভাবে বিবাহিত হিরো-হিরোইনের সিনেমায় আগের মতো আবেদন থাকে না।

এ প্রসঙ্গে নিজের যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে শাকিল খান বলেন, ‘সিনেমা একটি স্বপ্নের জগৎ।

দর্শক হলে বসে বাস্তবতা ভুলে যায়। প্রেমের দৃশ্যে হারিয়ে যায়, হিরো–হিরোইনের কষ্টে চোখ ভিজে ওঠে। এই আবেগই সিনেমার প্রাণ। হিরো–হিরোইন যখন অবিবাহিত থাকেন, তখন দর্শকের কল্পনায় তাঁদের প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে। কিন্তু বাস্তব জীবনে তাঁদের বিয়ে হয়ে গেলে সেই মোহটা অনেকটাই কমে যায়—এটাই বাস্তবতা।

শাকিল খানের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ঢালিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।