 
                            
রবিবার দুপুরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিব ঈশ্বরদী লোকোমোটিভ ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করেন।
এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহাম্মেদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরিফ খান, পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম, রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব ফাহিমুল ইসলাম বলেন, বর্তমান সরকার রেল খাতের উন্নয়নে বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে এবং বিদ্যমান স্থাপনাগুলো আধুনিকায়নের কাজ চলছে। তিনি জানান, ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিক করা হবে এবং লোকবল সংকট দূর করতে শিগগিরই নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    