ঢাকা প্রেসঃ
চাঁপাইনবাবগঞ্জে 'আম ক্যালেন্ডার' না থাকায় চাষিরা আম পাকলেই বাজারজাত করার সুযোগ পাচ্ছেন। এর ফলে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বরে গত শনিবার প্রথম দিনেই ২০ মণ আম বিক্রি হয়েছে। তবে দাম বেশ চড়া।
বিভিন্ন জাতের গুটি ও গোপালভোগ আম বাজারে পাওয়া গেলেও গোপালভোগের দাম গত বছরের তুলনায় এক হাজার টাকা বেশি। গুটি আমের দামও বেড়েছে ৫০০ টাকা।
চাষিরা বলছেন, এ বছর তারা বিভিন্ন জাতের গুটি আম আকারভেদে মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় এবং গোপালভোগ আম মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে ক্রেতা খুবই কম।
আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুনসুর আলী বলেন, "আমাদের ধারণা, ধীরে ধীরে ক্রেতা বাড়বে এবং দামও কমবে।"