মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ র্যাব-১৪, সদর কেম্পানীর একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন নাসিরাবাদ কলেজ রোড সংলগ্ন "শিখা ভ্যারাইটিজ স্টোর" এর সামনে পাকা রাস্তার উপর ৯ মার্চ রবিবার রাত্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী উজ্জল মিয়া (৩৫), পিতা: মৃত-আব্দুল খালেক, সাং-গোয়ালকান্দি, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ'কে ৭০ (সত্তর) পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক করা হয়। নেশাজাতীয় ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত) টাকা।
অপর একটি অভিযানে রাত অনুমান ২০:৩০ ঘটিকায় র্যাব-১৪, সদর কেম্পানির একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন কৃষ্ণচুড়া চত্ত্বরের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ পারভেজ (২৮), পিতা- মোঃ কামরুল ইসলাম, সাং-ঘুন্টির মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ'কে ছিনতাইকালে ব্যবহৃত একটি ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার কেতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।