দ্বীনইসলাম ও সোহেল কি আইনের ঊর্ধ্বে ??

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৯:১৫ অপরাহ্ণ   |   ৮৪ বার পঠিত
দ্বীনইসলাম ও সোহেল কি আইনের ঊর্ধ্বে ??

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


চব্বিশের ছাত্র ও জনতার আন্দলোনের  তোপের মুখে পড়ে পাচঁ  আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হলেও স্বৈরাচার হাসিনার ধুসরা এখনো প্রভাব বিস্তার করে খাচ্ছে।

 

নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (৫) পাচঁ আগস্ট সকালে শিক্ষার্থীদের উপর অহিদ,  ফয়সাল কবিরে ও গাজী সালাম চেয়ারম্যানের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 
 

ভিডিওতে আরো দুই সাংবাদিককে দেখা গেছে, সেই সাংবাদিক সাদিপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি দ্বীন ইসলাম, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সোহেল।
 

এখন বন্দর বাসীর প্রশ্ন হলো, দ্বীনইসলার ও সোহেল কি আইনের  ঊর্ধ্বে ?
তা না হলে এতদিন হয়ে গেলো,এখনো কেন দ্বীনইসলাম ও সোহেল কে গ্রেপ্তার করেনা প্রশাসন?