সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন থেকে সরকারি আদেশ (জিও) জারির সময় সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
 

রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়।
 

চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ সফরের জন্য আদেশ জারি করা হলেও তাতে তাদের পাসপোর্ট নম্বর দেওয়া হচ্ছে না। ফলে, সংশ্লিষ্ট ব্যক্তি কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ গমন করছেন, তা নিশ্চিত করা যাচ্ছে না।
 

এ কারণে ভবিষ্যতে এমন জিও জারির সময় সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে নির্দেশনায়।