বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ   |   ৩৩৩ বার পঠিত
বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। করোনায় মারা গেছে ২ হাজারেরও বেশি লোক, যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। 

বিশ্বের ১০৩টি দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনো বড় ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেওয়ার কথাও বলেছে। 


উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপর অস্ট্রেলিয়া (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্য (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরের অবস্থান (১৮ হাজার ১২৫) জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।