সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


 

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আজ, ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩টায় সীতাকুণ্ড বড় দারোগারহাট বৈশাখী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

 


 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাজী আজম।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বক্তব্যে বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের মানুষের হৃদয়ে তার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা বিরাজ করছে। সারা বাংলাদেশ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে।"
 

তিনি আরও যোগ করেন, "বাংলাদেশের গণতন্ত্র যখন বারবার সংকটে পড়েছে, তখন তিনিই এগিয়ে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে সফলভাবে দেশ পরিচালনা করে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। বিগত জুলাই–আগস্টের আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের নেতৃত্ব দেবেন।"
 

অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।