ডিভিএম ২৫তম ব্যাচের ইন্টার্নশিপ কার্যক্রম নিয়ে ফিডব্যাক প্রোগ্রাম অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
ডিভিএম ২৫তম ব্যাচের ইন্টার্নশিপ কার্যক্রম নিয়ে ফিডব্যাক প্রোগ্রাম অনুষ্ঠিত

মিঠুন সাহা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের ওপর ফিডব্যাক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় সিভাসুর প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত সিভাসু অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিভাসুর পরিচালক (বহির্বিষয়ক) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ফিসারিজ ইন্টার্নশিপ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব অভিজ্ঞতা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার পথ সুগম করে। তিনি শিক্ষার্থীদের দেশ-বিদেশে আধুনিক ফিসারিজ শিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণে উৎসাহ দেন।
 

ফিডব্যাক প্রোগ্রামে ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে পাকিস্তানের লাহোরে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফিসারিজ ইন্টার্নশিপ কার্যক্রমে অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করেন। উপস্থাপনায় একাডেমিক শিক্ষা, গবেষণাগার পরিদর্শন, ব্যবহারিক প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ চলাকালীন অর্জিত অভিজ্ঞতা, সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ ও শেখার বিষয়গুলো শেয়ার করেন। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের গঠনমূলক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আব্দুল আহাদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, অনুষদ অব ভেটেরিনারি মেডিসিনের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, অনুষদ অব ফিশারিজের ডিন প্রফেসর ড. এস. কে. আহমদ আল নাহিদ এবং অনুষদ অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. ফেরদৌসী আক্তার।
 

অনুষ্ঠানে স্পন্সর ও সার্বিক সহযোগী হিসেবে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের এনিমেল হেলথ ডিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সেলস ম্যানেজার মো. সেফাউল জোহা, প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. নাইমা খাঁন ও ডা. সামিউল তওসিফ, এএসএম মো. মোক্তার হোসেন বক্তব্য দেন। এছাড়া কোম্পানির প্রতিনিধি ভিএমআর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।
 

বক্তারা প্রাণিখাদ্যের গুণগত মান বিশ্লেষণ, সুষম খাদ্য প্রণয়ন এবং প্রাণিজ পণ্যের মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণীসম্পদ কেমিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে ভেজাল ও ক্ষতিকর উপাদান শনাক্ত করে প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদানের বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হয়।
 

আয়োজকরা জানান, এ ধরনের ফিডব্যাক প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে ইন্টার্নশিপ কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে সহায়ক হবে।
 

অনুষ্ঠানে ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।