মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। গতকাল (১ নভেম্বর) শনিবার সকাল সাড়ে দশটায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি ও জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম, পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ ফজলে রাব্বি এবং অগ্রণী সেচ প্রকল্পের সভাপতি মোঃ সাইফুল ইসলাম গাজী।
সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক ও সদস্য মোসাঃ তানিয়া বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সম্ভব, আর ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়েই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।