কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে আন্দোলন তীব্র, আরও এক অনুষদে তালা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে আন্দোলন তীব্র, আরও এক অনুষদে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির দাবির আন্দোলন ক্রমেই উত্তপ্ত হচ্ছে। প্রায় এক মাস ধরে চলা এ আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
 

এ সময় শিক্ষার্থীরা ভেটেরিনারি অনুষদের ভবনে তালা ঝুলিয়ে দেন। এর আগে পশুপালন অনুষদে টানা এক মাস ধরে তালা ঝুলিয়ে রেখেছেন তারা।
 

শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি হলো জরুরি ভিত্তিতে অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠকের তারিখ ঘোষণা করা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল বুধবারের মধ্যে এ বৈঠক না হলে পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা নানা স্লোগানও দেন।
 

আন্দোলনরত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “এই দাবি নতুন নয়, আমরা কয়েক বছর ধরেই আন্দোলন করছি। এখন দুই অনুষদের শিক্ষার্থীরাই একসঙ্গে মাঠে নেমেছে। যতদিন না অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠক হয়, ভেটেরিনারি অনুষদ বন্ধ থাকবে।”
 

পশুপালন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, “শিক্ষকরা আমাদের ফ্যাসিস্ট বা বিপথগামী বলছেন, অথচ আমরা সাধারণ শিক্ষার্থী। পেশাগত বৈষম্য দূর করতে হলে কম্বাইন্ড ডিগ্রি প্রদান করতেই হবে।”
 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১২ আগস্ট গঠিত সুপারিশ কমিটি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনলাইনে ভোট গ্রহণের ব্যবস্থা করে। এতে পশুপালন অনুষদের ৯০ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দেন।