চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ণ   |   ৮৪ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 


 

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মহিপুর কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 

দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী, যিনি আজীবন দেশের স্বার্থে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। এ সময় তার কর্মময় জীবনের নানা দিক আলোচনার পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।