আহত ছাত্রনেতাদের দেখতে ঢামেকে উপদেষ্টারা

প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ০৪:৫১ অপরাহ্ণ ৩৮৭ বার পঠিত
আহত ছাত্রনেতাদের দেখতে ঢামেকে উপদেষ্টারা

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা হাসপাতালে যান।

 

গত রোববার (২৫ আগস্ট) রাতে বাংলাদেশ সচিবালয় এলাকায় আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাসনাতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। উপদেষ্টারা আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তাদের দ্রুত সুস্থ হওয়ার কামনা করেন।
 

আইন উপদেষ্টার বক্তব্য: আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “কালকের ঘটনায় আমরা খুবই দুঃখিত। আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগের চেয়ে ভালো আছেন।” তিনি আরও বলেন, “আনসারের ছদ্মবেশে আসা ব্যক্তিরা বিশৃঙ্খলা সৃষ্টিই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা ছাত্রদের ওপর নির্মমভাবে হামলা করেছে।” আইন উপদেষ্টা ছাত্রদের ধৈর্য ধরে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানানোর আহ্বান জানান।
 

অন্যান্য উপদেষ্টার মন্তব্য: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। সরকারের ব্যয় বাড়লে মূল্যস্ফিতি বেড়ে যাবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।” তিনি আরও বলেন, “এই সরকার জনপ্রত্যাশার সরকার। আমাদের সময় দিতে হবে।”
 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সাম্প্রতিক ছাত্র-আনসার সংঘর্ষে আহতদের দেখতে ঢামেকে গিয়েছেন। তারা আহতদের সুস্থতা কামনা করেছেন এবং ছাত্রদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।