১০০ টাকার টিকিট কিনলেই এক প্যাকেট বিরিয়ানি পাবেন দর্শকরা সম্পূর্ণ ফ্রি!
দীর্ঘদিন বন্ধ থাকা বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল এবার আবার দর্শকদের জন্য উন্মুক্ত।
দর্শক আকর্ষণের জন্য হল কর্তৃপক্ষ এক অভিনব পন্থা শুরু করেছে।
১৯৮৪ সালে নির্মিত ঝংকার সিনেমা হল শুরুতে বেশ জনপ্রিয় ছিল। কিন্তু পরবর্তীতে দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। ঈদের ছুটি এবং বিরিয়ানির এই আকর্ষণীয় অফারের ফলে বর্তমানে দর্শকদের ভিড় বেড়েছে বলে জানা যায়।
হল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আগামী এক মাস এই বিশেষ অফার চালু থাকবে।
ঝংকার সিনেমা হলে বর্তমানে চলচ্চিত্র 'লিপস্টিক' প্রদর্শিত হচ্ছে। চারটি শো (দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা) দেওয়া হচ্ছে।
তীব্র গরমের কারণে দুপুর ও বিকেলের শো-তে দর্শক কম থাকলেও, সন্ধ্যা ও রাতের শো-তে দর্শকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।
বগুড়া জেলার সিনেমাপ্রেমীদের জন্য ঝংকার সিনেমা হলের এই নতুন উদ্যোগটি অবশ্যই স্বাগতযোগ্য।