কবিরহাটে বৃদ্ধা হত্যাকাণ্ড: দুই আসামি গ্রেপ্তার

প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৪:৪৬ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
কবিরহাটে বৃদ্ধা হত্যাকাণ্ড: দুই আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর কবিরহাটে এক বৃদ্ধা নারী হত্যাকাণ্ডের তিন মাস পর র‍্যাব দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
 

গত ২৯ জুন ভোরে, কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজের ঘরে একা থাকতেন এবং সকালে তাঁর মরদেহ ঘরের পাশের পুকুর পাড়ে পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
 

নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর স্বর্ণালংকার চুরি হয়েছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল যে এটি হত্যা এবং চুরির ঘটনা।
 

এই ঘটনায় র‍্যাব তদন্ত শুরু করে এবং মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধানশালিক ইউনিয়নের কাবলীর মোকাম বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন সুমন (৩৫) এবং সালাউদ্দিন বেলাল (৩৬) নামে দুই জনকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতরা কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
 

নিহতের পরিবারের দাবি, ফিরোজা বেগম সবসময় হাতে দুটি স্বর্ণের বালা, গলায় হার, কানে দুল ও হাতে দুটি স্বর্ণের আংটি পরতেন। হত্যাকাণ্ডের সময় তাঁর কানেও রক্তাক্ত জখম ছিল এবং মরদেহের সাথে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।