মুন্সীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
মুন্সীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধন বিক্ষোভে রূপ নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা থানায় হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্রসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।
 

বুধবার বেলা ১১টায় সিরাজদীখান উপজেলা মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
 

রোমান শেখ সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে একদিকে স্কুলছাত্র, অন্যদিকে অটোরিকশা চালক। গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সিরাজদীখান থানায় গিয়ে হঠাৎ হামলা চালান। এতে থানার দরজা-জানালা, আসবাবপত্র ও পুলিশের পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
 

সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান জানান, মানববন্ধন শেষ হওয়ার পরপরই থানায় হামলার ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
 

নিখোঁজের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রোমানের সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আন্দোলনকারীরা তিন দিনের মধ্যে তার সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়ে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন।