ঢাকা প্রেস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন 'প্রত্যয়' স্কিম বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও এই কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত ও উপাদান কলেজের শিক্ষার্থী এবং সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন: প্রায় ফাঁকা, কিছু কক্ষে তালা দেওয়া, কিছু খোলা থাকলেও কোন সেবা দেওয়া হচ্ছে না। বিভাগ-ইনস্টিটিউট: বন্ধ, কোন শিক্ষক-কর্মচারীকে সেখানে দেখা যায়নি। পরীক্ষা: স্থগিত। মার্কশিট, সনদ, ট্রান্সক্রিপ্ট: শাখা বন্ধ থাকায় শিক্ষার্থীরা এসব সংগ্রহ করতে পারছেন না। লাইব্রেরি: বন্ধ।
শিক্ষার্থী-সেবাপ্রার্থীদের ভোগান্তি:
ফলাফল পুনর্মূল্যায়ন, সনদ সংগ্রহ, ভাইবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহসহ বিভিন্ন জরুরি কাজে বিঘ্ন। দূর-দূরান্ত থেকে এসে লাইন মারার পরও সেবা না পাওয়া। মানসিক হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন।
কর্মকর্তা-কর্মচারীদের দাবি:
'প্রত্যয়' স্কিম প্রত্যাহার। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।
বর্তমান পরিস্থিতি:
এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ শিক্ষকদের সাথে আলোচনায় বসেনি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতি।