বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ফারুকী হাসপাতালে ভর্তি
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৩ জানুয়ারি ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ
|
২৯৮ বার পঠিত
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে গতকাল (২২ জানুয়ারি) রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিশা জানান, সন্ধ্যা থেকে ফারুকী একটু অসুস্থ বোধ করছিলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে এনজিওগ্রাম করা হয়। এতে দেখা যায়, তার একটি ছোট ব্রেন স্ট্রোক হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিউরো আইসিইউতে অবজারভেশনে আছেন।
তিশা বলেন, “ফারুকী এখন অনেকটা ভালো আছেন। তবে চিকিৎসকরা তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সবাই তার জন্য দোয়া করবেন।”
ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সফল নির্মাতা। তিনি তার পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’, ‘শাহরুখ খান’, ‘গ্যাংস্টার’, ‘সত্তা’, ‘অন্তরাত্মা’, ‘স্বপ্নজাল’, ‘শান্তি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য সমাদৃত হয়েছেন।