ঢাকা প্রেস,কুমিল্লা (উত্তর জেলা) প্রতিনিধি:-
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে, গোমতী-মেঘনা সেতুর ওপর।
নিহতরা হলেন দাউদকান্দি পৌরসভা কলেজের শিক্ষার্থী আরিফ উদ্দিন (১৮) এবং ইতালিপ্রবাসী সৈকত সরকার (১৮)। আরিফ স্থানীয় ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আরিফ ও সৈকত মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় ঢাকামুখী একটি লং লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।