ক্রীড়া ডেস্ক:-
আসন্ন সিডিএফএ -মেয়র একাডেমি (অ-১৩) ফুটবল টুর্নামেন্ট২০২৫ অংশ গ্রহণ কল্পে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রস্তুতি হিসেবে পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমির সাথে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দু'অর্ধে দুটি গোল করে রাব্বি ও অনন্ত । খেলাটি পরিচালনা করেছেন ফুটবলার মোঃ পাভেল।
ওয়াম আপ ফুটবল ম্যাচটি পরিদর্শন করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন।
এসময় মাঠে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, সদস্য মোঃ রাহাত হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ৮ টায় কলেজিয়েট স্কুল মাঠে দঃ হালিশহরের সাথে -বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমির ৩য় ওয়াম আপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।