হাকালুকি হাওর: পানি কমছে, দুর্ভোগ লেগেই আছে

প্রকাশকালঃ ২৭ জুন ২০২৪ ০৮:১৫ অপরাহ্ণ ৩৯৩ বার পঠিত
হাকালুকি হাওর: পানি কমছে, দুর্ভোগ লেগেই আছে

ঢাকা প্রেস
মৌলভীবাজার প্রতিনিধি


মৌলভীবাজারের হাকালুকি হাওরের বন্যার পানি যদিও ধীরে ধীরে কমছে, তবুও দুর্ভোগের সমাপ্তি ঘটেনি। নদীতে পানি কমে গেলেও, জুড়ী নদীর পানি বিপৎসীমার উপরে রয়েছে, যার ফলে হাওর এলাকার পানি সম্পূর্ণ হ্রাস পাচ্ছে না। বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার বন্যাকবলিত মানুষ এখনও পানিবন্দি।

 

বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
 

স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদী-নালা খনন করে পানি প্রবাহের ব্যবস্থা করার জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

 

জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৬৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। হাওরপারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার শত শত গ্রামের মানুষ পানিবন্দি। ভুকশীমইল ইউনিয়নের ৫ হাজার পরিবার পানিবন্দি। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। নদী-নালা খনন করে পানি প্রবাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।