বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

বগুড়া ব্যুরো:-

 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই মেলার আয়োজন করছে।
 

আগামী ১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখে শহরের পৌর উদ্যানে মেলার উদ্বোধন করা হবে। এ মেলায় শিশুদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড, আর বড়দের জন্য থাকছে বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি মেলায় বসবে হরেক রকমের পসরা সাজানো দোকানপাট।
 

প্রতিদিনই মেলায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন।
 

মেলা কমিটির সদস্য সচিব ও জেলা জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদ জানান, “মেলা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে চলবে। শিশুদের জন্য যেমন থাকবে আনন্দের আয়োজন, তেমনি বড়দের জন্যও থাকবে নানা ধরনের বিনোদন।”
 

এদিকে বৈশাখ উপলক্ষে শহরের বিভিন্ন মার্কেটে শুরু হয়েছে পোশাক বেচাকেনা। নিউ মার্কেট এলাকার শাড়ি হাউসের প্রোপাইটার জাহিদ হাসান জানান, “কয়েক দিন আগেই ঈদের কেনাকাটা শেষ হয়েছে, তাই বৈশাখের কেনাকাটা এখনও তেমন জমে ওঠেনি।”