নির্বাচন ঘিরে প্রশাসনে আসছে রদবদল: আজাদ মজুমদার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
নির্বাচন ঘিরে প্রশাসনে আসছে রদবদল: আজাদ মজুমদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের বিষয়টি আলোচনায় এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার।
 

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তার আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
 

আজাদ মজুমদার বলেন, “নির্বাচনকে ঘিরে প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল আনা হবে। তবে তা হবে প্রয়োজন বিবেচনায়। প্রতিটি জায়গায় নয়, যেখানে প্রয়োজন দেখা দেবে, কেবল সেসব ক্ষেত্রেই রদবদলের সিদ্ধান্ত হয়েছে।”
 

তিনি আরও জানান, রদবদলের ধরন ও প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে কিছু প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।