কাঁপলো পুরো দেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
কাঁপলো পুরো দেশ

তাছলিমা আক্তার মুক্তা


ভূকম্পনে কেঁপে উঠল
পুরো বাংলাদেশ 
আজকেই কিন্তু হতে পারতো
এই জীবনের শেষ  । 

ভাগ্য ভালো বেঁচে আছি 
দয়ার সাগর উনি  
সর্তকতা দিয়েছেন মোদের
মানি কিংবা না মানি । 

ইচ্ছে করলে ধ্বংস করতেন
পুরো পৃথিবী মূহুর্তে  , 
দোষা দোষীর উপায় ছিলোনা
সবাইকে হতো মরতে । 

এখনো ভাই সময় আছে   
ঈমানের পথে আয় , 
অকাল মৃত্যু হবে নয়তো 
বাঁচার উপায় নাই । 

আল্লাহ এক তিনি মহান 
তিনার সৃষ্টি জগতে  , 
গর্ব অহংকার করিস না ভাই 
সবাইকে হবে মরতে । 

ক্ষণেক্ষণে করিস স্বরণ 
এই বুঝি হলো কিয়ামত, 
লোভ লালসা ভুলে এবার
ধরো সঠিক পথ ।