মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি'
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন। এ আয়োজনটি বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে করা হয়।
মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রাবীন নেতা হুমায়ুন মুন্সি, কামাল্লা বাজার কমিটির সহ-সভাপতি বশির আহমেদ, কেশিয়ার মো. আল আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সৌদি প্রবাসী জসীমউদ্দীনসহ এলাকার বিভিন্ন নেতাকর্মী মাহফিলে অংশ নেন।
দোয়া পরিচালনা করেন কামাল্লা বাজার মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ওমর ফারুক।
দোয়া মাহফিলের আয়োজক চৌধুরী রকিবুল হক শিপন বলেন, “কায়কোবাদের নির্দেশে প্রতিদিন মুরাদনগরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যাশা করি—দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশের এই কঠিন সময়ে আবারও নেতৃত্ব দেবেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন।”