মাদারীপুরে বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায়কে কেন্দ্র করে সংঘর্ষ, ১০ আহত

প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৪ ০৭:১৭ অপরাহ্ণ ৫৭৩ বার পঠিত
মাদারীপুরে বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায়কে কেন্দ্র করে সংঘর্ষ, ১০ আহত

ঢাকা প্রেস
মাদারীপুর প্রতিনিধি:-

 

মাদারীপুরের শিবচরে একটি বিয়েতে মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বেধেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার মোড়লকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফাতেমাতুজ জোহরার সঙ্গে খলিল বেপারীর বিয়ে হয়। শনিবার বৌভাত অনুষ্ঠানে পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়াকে দাওয়াত দেওয়া হয়।
 

খাবারের সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সুরুজ রেগে যান এবং বরপক্ষের লোকজনের সঙ্গে তর্ক করতে থাকেন। পরে তিনি সঙ্গে থাকা লোকজন নিয়ে বরের লোকজনের ওপর হামলা চালান। দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে।
 

এতে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ ১০ জন আহত হন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত হেমায়েত ঢালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

উত্তেজনা কমাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর থানার ওসি মো. মোক্তার হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।