প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জিতেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি (সবুজ জার্সি)...

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০২:০৮ অপরাহ্ণ   |   ১১৫ বার পঠিত
প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জিতেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি (সবুজ জার্সি)...

ক্রীড়া প্রতিবেদক (চট্টগ্রাম):-

 

৩৯ নং ওয়ার্ড,সিডিএ বালুর ২নং মাঠে আজকের নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তৌসিফ ও উদিয়মান গোল কিপার নেছারুল ইসলাম পুরস্কার লাভ করেছেন।

 


 

খেলার শেষ দিকে ২-১ গোলে পিছিয়ে পড়া দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ( স্কুল দল) অনাকাঙ্ক্ষিত ফাইল কে কেন্দ্র করে একাডেমির স্টাইগার ইশরাকের সাথ হাতাহাতিতে জড়ান স্কুল দলের নাইম।

 




রেফারী, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ফাইলের বাঁশি বাজায় এবং উভয় দলের দুই খেলোয়াড় কে লাল কার্ড দেখান।
 

বাকি সময়ে দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় স্কুল দল‌ আর মাঠে ফিরে আসেনি(২/৩) মিনিট।পরে রেফারি ও সহকারী দুজন সিদ্ধান্ত নিয়ে খেলার শেষ বাঁশি বাজিয়ে সমাপ্ত হয় ৪৫ মিনিটের এই প্রীতি ফুটবল ম্যাচ। 


খেলার গোলদাতারা হচ্ছেন ‌জয়ী দলের আরিফ ও বদলী খেলোয়াড় তৌসিফ এবং রবিন স্কুল দলের পক্ষে এক মাত্র গোলটি করেন।

 

এর আগে গত শনিবার সকালে অ-১৪ দলের প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমি।
 

সোমবার বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, সদস্য মোঃ রিয়াদ ও রাহাত হাসান , মোঃ রাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।