কুড়িগ্রামের ইমন সলিমুল্লাহ হল ভিপি প্রার্থী হয়ে প্রশংসায় ভাসছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৫ ০২:৪৬ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
কুড়িগ্রামের ইমন সলিমুল্লাহ হল ভিপি প্রার্থী হয়ে প্রশংসায় ভাসছে

মোখলেছুর রহমান,বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম):-

 

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐতিহ্যবাহী সলিমুল্লাহ হল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন কুড়িগ্রামের সন্তান মো: ইমন মিয়া।


তিনি বর্তমানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


ইমন মিয়া সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। ছাত্ররাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই তরুণ নেতা ২০১৯ সালের এস এম হল ছাত্র সংসদ  নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে তিনি সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (KSWAD)-এর সভাপতির দায়িত্বও পালন করছেন।


এস এম হলের ভিপি পদে প্রার্থী হয়ে ইমন মিয়া বলেন “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আমি বিশ্বাস করি, ডাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায় ও তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আমার লক্ষ্য হবে—শিক্ষার্থীদের মৌলিক দাবি বাস্তবায়ন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, টিউশন ফি ও হোস্টেল সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একইসঙ্গে কুড়িগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করে যেতে চাই।”


তিনি আরও বলেন, “আমার রাজনীতির প্রতিটি ধাপে চেষ্টা করেছি সংগঠনের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। এস এম হলের ভিপি পদে নির্বাচিত হলে সেই সুযোগ আরও বড় হবে।”


ইমন জানান, এই প্রার্থীতা কেবল আমার একার নয়, এটি কুড়িগ্রামের লাখো মানুষের প্রেরণার প্রতিফলন। আমি এলাকাবাসীর দোয়া ও আশীর্বাদ নিয়ে ছাত্রদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”


কুড়িগ্রামের সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় পরিসরে নেতৃত্বে আসা ইমন মিয়াকে ইতিবাচকভাবে দেখছেন তার জেলা ও হলের সহপাঠীরা। তাদের প্রত্যাশা একজন তরুণ, অভিজ্ঞ ও সংগ্রামী ছাত্রনেতা হিসেবে তিনি ডাকসুর ভিপি পদে থেকে শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থে কাজ করবেন।


কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা ইমন বরাবরই ছিলেন মেধাবী, সৎ ও প্রতিবাদী চেতনাসম্পন্ন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ঈর্ষণীয় ফলাফল করে কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করার পর তিনি ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি জাপানি স্টাডিজ বিভাগে পড়াশোনা করছেন এবং একইসাথে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।


ইতোমধ্যে ইমনের প্রার্থিতা কুড়িগ্রাম জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও তরুণ প্রজন্ম তার সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন,


“ইমন আমাদের গর্ব। সে শুধু ঢাবির প্রার্থী নয়, কুড়িগ্রামের স্বপ্ন বহন করছে।”


ডাকসু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ইমন চান শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ছাত্র রাজনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে। তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে — সবার জন্য সমান সুযোগ, সেবা ও স্বচ্ছতা।