একদিন ম্যানেজ করলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১১ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
একদিন ম্যানেজ করলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

ঢাকা প্রেস নিউজ
 

রোজার মাস ধীরে ধীরে কাছাকাছি চলে এসেছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সে অনুযায়ী, সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
 

গত বছর ১৭ অক্টোবর ঈদুল ফিতরের জন্য পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা আগে ছিল ৩ দিন। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এভাবে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।
 

তবে যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নেন, তাহলে পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) ছুটি থাকবে। এভাবে ৩ এপ্রিল ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।