কুষ্টিয়ায় নদী ভাঙনে জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার বিলীন

প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩০ অপরাহ্ণ ৪৮৩ বার পঠিত
কুষ্টিয়ায় নদী ভাঙনে জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার বিলীন

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-


কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহল বাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের একটি টাওয়ার নদীগর্ভে বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সূত্রে জানা যায়, নদী ভাঙনের কারণে টাওয়ারটি ঝুঁকির মধ্যে পড়ায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ফলে টাওয়ারটি ভেঙে পড়ার পরও বিদ্যুৎ সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেনি।
 

পূর্বে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও, বর্তমানে বিকল্প ব্যবস্থা হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
 

এদিকে, পদ্মার ভাঙনের কবলে পড়ে কুষ্টিয়া ও ভেড়ামারা উপজেলার কয়েক শ’ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া, বসতবাড়ি ও কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কও ভাঙনের হুমকির মুখে রয়েছে।