ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও বহিষ্কৃত বিএনপি নেতা শাহ্ শহিদ সারোয়ার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের বাদী হওয়া মামলায় রোববার (২১ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি আদালতে তিনি স্বেচ্ছায় জামিন আবেদন করেন। তবে বিচারক সিফাত উল্লাহ তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালতে উপস্থিত তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান সুজন জানান, শাহ্ শহিদ সারোয়ার ফুলপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় জামিন চাওয়া হলেও তা আদালত নামঞ্জুর করেছেন।
উল্লেখ্য, শাহ্ শহিদ সারোয়ার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।