ঢাকা প্রেস
জিহাদ হোসেন ,নিজস্ব প্রতিবেদক:-
দেশবাসী ও প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন...........
তাজিনূর বেগম তার হারিয়ে যাওয়া বোনকে পেতে প্রশাসন সহ দেশবাসী সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়ে ঢাক প্রেস অনলাইন পত্রিকার প্রতিবেদকের কাছে কান্না জড়িত কণ্ঠে বলেন- আমার বোন মানষিক ভারসাম্যহীন। গত ১৫/১২/২০২৪ ইং তারিখে আনুমানিক ভোর ৬;৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের রহমতপুর নিজ বাড়ী হতে নবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়েছিলো তাকে তারপর হতে পাওয়া যাচ্ছে না।দয়া করে আপনারা তাকে পেতে আমাদের সহযোগিতা করুন প্লিজ।
তার উচ্চতা প্রায় ০৫ ফুট ৩ ইঞ্চি। সাদাকালো চুলের গোলাটা নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় সে কথা বলে,বলে জানান।
যোগাযোগ নাম্বার:-০১৯৬৯৫২৬৮৮৬