ওমরাহ মৌসুম শুরু করল সৌদি আরব

প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৩ ০৫:০৬ অপরাহ্ণ ২১৫ বার পঠিত
ওমরাহ মৌসুম শুরু করল সৌদি আরব

বিত্র হজ শেষে নিজ দেশে ফিরছেন হজযাত্রীরা। এবার নতুন ওমরাহ মৌসুম শুরু করেছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সৌদি আরব ও উপসাগরীয় (জিসিসি) দেশগুলোর নাগরিক ও বাসিন্দাদের জন্য অনলাইনে ওমরার আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এসপিএ। 

আগামী ১৯ জুলাই (১ মহররম) থেকে অন্যান্য দেশের যাত্রীদের ওমরাহ পালন শুরু হবে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, নুসুক অ্যাপ বা তাওয়াককালনা অ্যাপের মাধ্যমে সৌদি আরব ও জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিক ও প্রবাসীরা এ অনুমতিপত্র নিতে পারবেন। 


ওমরাহযাত্রীদের সেবার মান সহজ করতে অ্যাপভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু হয়। সৌদি ভিশন ২০২৩ বাস্তবায়নের এর অংশ হিসেবে এসব সেবা চালু করা হয়। নুসুক অ্যাপের মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের জন্য নানা ধরনের সেবা রয়েছে।

নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালন ও রওজা শরিফ জিয়ারতের অনুমোদন নেওয়া যাবে। আর তাওয়াককালনা অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় তথ্য নিশ্চিত হওয়া যাবে। তাছাড়া ওমরাযাত্রীর বাসস্থান ও পরিবহন ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে বসবাসসহ বিভিন্ন পরিষেবা এর অন্তর্ভূক্ত রয়েছে। 

জানা যায়, অনলাইনে ওমরাহ ভিসা আবেদন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাওয়া যাবে। এখন ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। তা ছাড়া এতে নারী ওমরাযাত্রীর সঙ্গে একজন পুরুষ অভিভাবক থাকা এবং স্বাস্থ্য বিষয়ক শর্তগুলো শিথিল করা হয়েছে। 


গত ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পবিত্র হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাই গত ১৮ জুন থেকে সব দেশের ওমরাযাত্রীদের আগমন বন্ধ রেখেছে সৌদি আরব। আগামী ১৯ জুলাই থেকে ওমরাহযাত্রীদের আগমন শুরু হবে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন পবিত্র হজ পালন করেন। গত ২ জুলাই থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। আগামী ২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারের ৩২৫টি ফ্লাইটে করে হজযাত্রীরা দেশে ফিরবেন।