আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।
গ্রেফতারকৃতরা জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রাজারহাট উপজেলার আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন (৬২), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আইন ও ত্রাণ বিষয়ক সম্পাদক শহিদ আলী (৪১), উলিপুর আওয়ামী লীগ সমর্থক নাজমুল হুমা রানু (৩৭), রৌমারী উপজেলার সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সহোযোগী রহিম বাদসা রানা, ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য জাহেদুল ইসলাম (৩৬), কুড়িগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান (৩৪), চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রেজাউল করিম খুশু (৪৮), ফুলবাড়ী ভাঙ্গামোর যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার শাহীন (৪৩), নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য আলমগীর হোসেন আলম (২৯), নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম (৪০) ও কচাকটা কেদার ইউনিয়নের ছাত্রলীগের সদস্য হোসেন আলী (৩০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন বলেন, ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় এই ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় সেনাবাহিনী সহায়তা করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।