জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা

প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৪ ০২:৫৪ অপরাহ্ণ ৭২৩ বার পঠিত
জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা। 

 

বুধবার (১০জুলাই) দুপুর পৌনে ২টায় কোটাবিরোধী আন্দোলনের ১০ম দিন ও বাংলা ব্লকেডের ৩য় দিনে এমন চিত্র লক্ষ্য করা যায় রাজধানীর চাঁনখারপুল, শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নীলক্ষেত, শাহবাগ, চাঁনখারপুল, ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার এলাকায় অবরোধ করে রেখেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। ব্লকেড কর্মসূচিতে রেলপথ ও সড়কপথ অন্তর্ভুক্ত রয়েছে। অবরোধ স্থানের পাশেই রয়েছে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ও বারডেম হাসপাতাল। ব্লকেড চলাকালে হাসপাতালে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

 

এ ছাড়া প্রবাসীদের ইমার্জেন্সি ফ্লাইট, গণমাধ্যম, ফায়ার সার্ভিস ও আন্দোলনের সমন্বয়কদের যানবাহন পারাপারের জন্য ইমার্জেন্সি লেন্সের ব্যবস্থা করেছেন তারা।