ছয় দফা দাবিতে রাজধানীর গাবতলী এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। তাঁরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ব্যানারে গাবতলীর পর্বত এলাকার সড়কে জড়ো হন প্রতিবন্ধী ব্যক্তিরা।একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা এই অবরোধ চলে বলে জানায় পুলিশ। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সড়ক থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা সরে গেলে দুপুর পৌনে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিবন্ধী কয়েকজন বলেন, তাঁরা ভিক্ষা করে চলতে চান না। কাজ করে চলতে চান। তাই তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছেন। কিন্তু তাঁরা নানাভাবে বাধা পাচ্ছেন। হয়রানির শিকার হচ্ছেন। তাই তাঁরা ছয় দফা দাবিতে আজ সড়ক অবরোধ করেছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার দুপুর সোয়া ১২টার দিকে প্রথম আলোকে বলেন, যাঁরা সড়ক অবরোধ করেন, তাঁদের কিছু দাবি–দাওয়া আছে। অনেক বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন তাঁরা তাঁদের দাবি নিয়ে কথা বলছেন।