তিনি বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই প্যানেল নির্বাচন করেছে। এখানে বাইরের কোনো হস্তক্ষেপ নেই।” রাকিব আরও জানান, ছাত্রদল জনপ্রিয় ও ছাত্রসমাজের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে বাছাই করে প্যানেল গঠন করেছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এখনও ছাত্রলীগের নিয়ন্ত্রণ রয়েছে, অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একইভাবে ফ্যাসিবাদী শক্তির পৃষ্ঠপোষক কিছু শিক্ষক বহাল তবিয়তে আছেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্য নেতৃবৃন্দ।
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল; ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ)।
জিএস পদে মনোনয়ন পেয়েছেন শেখ তানভীর বারী হামিম (আহ্বায়ক, জসীমউদ্দীন হল শাখা; উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ)।
এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদী মায়েদ (আহ্বায়ক, বিজয় একাত্তর হল শাখা; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ)।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন: আরিফুল ইসলাম
বিজ্ঞান ও প্রযুক্তি: এহসানুল ইসলাম
কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
আন্তর্জাতিক বিষয়ক: মো. মেহেদী হাসান
সাহিত্য ও সংস্কৃতি: আবু হায়াত মো. জুলফিকার জিসান
ক্রীড়া: চিম চিম্যা চাকমা
ছাত্র পরিবহন: মো. সাইফ উল্লাহ (সাইফ)
সমাজসেবা: সৈয়দ ইমাম হাসান অনিক
ক্যারিয়ার উন্নয়ন: মো. আরকানুল ইসলাম রূপক
স্বাস্থ্য ও পরিবেশ: আনোয়ার হোসাইন
মানবাধিকার ও আইন: মো. মেহেদী হাসান মুন্না
মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।
তবে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ শূন্য রাখা হয়েছে।