কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের আয়োজনে এবং পন্হিশাহ কমপ্লেক্সের ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসা থেকে বাছাইকৃত মোট ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পাঁচটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নুরুল কবির, মাওলানা নুরুচ্ছালাম, মাওলানা শফিউল কাদের, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা মশিউর রহমান ও মুহাম্মদ আবদুল মান্নান।
হযরত পন্হিশাহ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদ বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজের সামর্থ্য অনুধাবন ও বিকাশে সহায়ক।”
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদ, সমন্বয়কারী এমদাদুল হক, উপদেষ্টা পরিষদের সভাপতি শামসুল আলম এবং সদস্য নুরুল ইসলাম, রবিউল হোসেন রুবেল ও নুরুচ্ছফা।
এদিকে অভিভাবকরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে এবং সীতাকুণ্ড উপজেলার সামগ্রিক শিক্ষা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।