মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৩ ০১:০১ অপরাহ্ণ   |   ১৪৫ বার পঠিত
মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায়

ঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয় মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় শেখ ফরিদ (২৪) ও শরিফুল (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) রাত ৯টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়া গছ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদ ও একই এলাকার জনাব আলীর ছেলে শরিফুল। তারা সম্পর্কে চাচাতো ভাই।


জানা যায়, রাতে শেখ ফরিদ পঞ্চগড় শ্বশুরবাড়ি থেকে শরিফুলকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাড়ে ৯ মাইল এলাকায় এলে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।