জাতীয় ঐকমত্য কমিশন গঠন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
জাতীয় ঐকমত্য কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
 

কমিশনের কার্যক্রম শুরুর তারিখ থেকে এটি ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। প্রধান উপদেষ্টার কার্যালয় কমিশনের সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।
 

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:

  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী
  • পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
  • নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার
  • বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক
  • দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান
     

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন সম্পর্কিত সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করা হবে। পাশাপাশি, জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে এই কমিশন।