ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাস ফেরত কৃষি উদ্যোক্তা আজাদুল হকের ৫৩ শতক জমির লাউ গাছ এবং গাছে থাকা দেড় শতাধিক লাউ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি সংবাদকর্মীদের জানান ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার বিকেলে, উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামে।
আজাদুল হক জানান, প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি ৫৩ শতক জমিতে মিশ্র সবজির বাগান গড়ে তোলেন। এর মধ্যে ২০ শতক জমিতে উন্নত জাতের লাউ চাষ শুরু করেন। শ্রমিকদের দিনরাত পরিশ্রমের ফলে গাছে ভালো ফলন হয়। কিন্তু বিক্রির জন্য প্রস্তুত লাউগুলোসহ গাছগুলো নষ্ট করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, “আমার বাগানে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের মানুষের চাহিদা পূরণ করত। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো জানা যায়নি। এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।” পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করেন তিনি।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, “এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”