ইসরায়েলের বিমান হামলায় কাঁপলো লেবানন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ   |   ৯০ বার পঠিত
ইসরায়েলের বিমান হামলায় কাঁপলো লেবানন

অনলাইন ডেস্ক:-

 

ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার আগেই এই হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
 

সোমবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের জেজিন জেলার তাইর হারফা এবং আইচিয়েহিন গ্রামে হামলা চালায়। একইসঙ্গে মারজায়ুন জেলার সীমান্ত শহর ওদাইসেহতে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করেই ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
 

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জেজিনের আইচিয়েহিনে লাহেদ ব্রিজ এবং মাহমুদিয়েহ এলাকার লিতানি নদীর প্রবাহ লক্ষ্য করে ইসরায়েল দুটি হামলা চালায়। এছাড়া, টাইরে জেলার তাইর হারফার উপকণ্ঠের আইন ইজ জারকা এলাকাতেও হামলা চালানো হয়।
 

সংস্থাটি আরও জানায়, মারজায়ুন জেলার ওদাইসেহতে ইসরায়েলি বাহিনীর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।