মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৪:২৯ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঢাকা প্রেস নিউজ

 

চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ফেব্রুয়ারি মাসে নির্ধারিত দামই বহাল থাকছে। গত ফেব্রুয়ারি মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম জানুয়ারির তুলনায় প্রতি লিটারে এক টাকা বৃদ্ধি করা হয়েছিল।
 

আজ শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, চলতি মার্চ মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
 

সরকার ২০২৩ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ব্যবস্থা চালু করেছে। এর ফলে প্রতি মাসে নতুন দামের ঘোষণা দেওয়া হয়।
 

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত নির্দেশিকায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নীতিমালা স্পষ্ট করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল মূলত ব্যক্তিগত যানবাহনে ব্যবহৃত হয়, যা বিলাসপণ্য হিসেবে বিবেচিত হয়। তাই ডিজেলের তুলনায় অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।
 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অকটেন ও পেট্রল বিক্রি করে নিয়মিত মুনাফা করে। বিপিসির লাভ-লোকসান মূলত ডিজেলের ওপর নির্ভরশীল, কারণ দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।
 

এছাড়া, উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। তবে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণের দায়িত্ব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন।