শুকনা খাবারের সংকট রাজধানীতে

প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ ২৭৫ বার পঠিত
শুকনা খাবারের সংকট রাজধানীতে

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে রাজধানীর কারওয়ান বাজারে শুকনা পণ্যের জোগান ব্যাহত হয়েছে। ফলে বাজারে পণ্যের দাম বেড়েছে এবং ক্রেতাদের সামনে পণ্য সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার ব্যাপক চাহিদা থাকলেও বাজার পণ্যশূন্য।
বিক্রেতারা বলছেন, শুক্রবার রাত থেকেই বাজারে নেই শুকনা পণ্যের জোগান। শনিবার পণ্য না থাকায় বিক্রি বন্ধ।

 

ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৯ লাখ মানুষ। যদিও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩ হাজার ১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।