প্রকাশকালঃ
২৭ জানুয়ারি ২০২৪ ০২:৪৩ অপরাহ্ণ ১৯২ বার পঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতা বেড়ে চলছে। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি। ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা ক্রমেই বাড়িয়ে তুলছে। উপজেলার বিভিন্ন স্থানে উষ্ণতার খোঁজে অনেককে আগুন পোহাতে দেখা গেছে।
শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না। স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। দিনমজুররা কাজ হারিয়েছেন।
শীতের তীব্রতায় রোগব্যাধি বাড়ছে। ডায়রিয়া, নিউমােনিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জীবন-জীবিকার তাগিদে নাটোর থেকে আসা বেঁদে সম্প্রদায়ের সদ্দার মোজাম্মেল হোসেন (৬৫) বলেন, ‘টানা দেড় সপ্তাহ ধরে চন্দ্রখানা এলাকায় পরিবার নিয়ে আছি। এ অঞ্চলে এতো ঠাণ্ডা আগে বুঝিনি। প্রচণ্ড ঠাণ্ডার কারণের কাজে বের হতে পারছি না। আমরা এখানে চারটি পরিবার প্রচণ্ড শীতে পলিথিন দিয়ে তাঁবু টাঙিয়ে আছি। তাবুর পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’
উপজেলার বালারহাট বাজারের ভ্যান চালক জহুরুল হক বলেন, ‘যে ঠাণ্ডা পড়ছে, হাত-পা থর থর করে কাঁপছে। শীতে গত কয়েকদিন থেকে ক্ষ্যাপ মারতে (যাত্রী তুলতে) পারছি না। অনেক কষ্টে আছি।’
জানুয়ারি জুড়ে উপজেলায় ১০ ডিগ্রির নিচে থাকতে পারে জানিয়ে তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘সকাল নয়টার দিকে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারি জুড়েই তাপমাত্রা এমন থাকতে পারে।’