ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের বাইড়া গ্রামে এলজিইডির একটি পুরোনো ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।বিগত কয়েক মাস পূর্বে ব্রিজের মাঝখানে ভেঙে যায়,। এ ঘটনার পর থেকে কোম্পানিগঞ্জ ও মুরাদনগর অভিমুখী এ সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। কয়েক মাস ধরে এ অবস্থায় চললেও সংস্কার করা হয়নি ব্রিজটি। গত সোমবার ২২ডিসেম্বর এ একটি অটোরিকশা ব্রিজ ভেঙ্গে খালে পরলে এলাকা বাসী সিএনজি যোগ হাসপাতালে পাঠায়, বর্তমানে দেবিদ্বার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা গেছে, প্রায় ২৮বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে ব্রিজটির মধ্যভাগ ভেঙে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেটি মেরামত করেন।
স্থানীয়রা জানান, বাইড়া থেকে এ সড়ক হয়ে আমরা দুইড়া জামালপুর অনন্তপুর পূর্ব ঘোড়াশাল মহেশপুর,মালিপাড়া,পূর্ব ধৈইর, নবিয়াবাদ গ্রামসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছিল, এখন সকল যানবাহন বন্ধ। এ বিষয়ে আমি ইউএনও সাহেবের সাথে যোগাযোগ করেছি, গত সোমবার ইন্জিনিয়ার আসছিল, আগামী কাল মঙ্গলবার থেকে ব্রিজটি মেরামতের কাজ শুরু করবো, দ্রুত ব্রিজটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করবো। এ ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণের আশ্বস্ত দেন তিনি।
এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী জানান,,এ বিষয়ে শুনেছি, ঐ স্থানে লোক গেছে, আগামী কাল মঙ্গলবার থেকে রিপিয়ারিং এর কাজ শুরু করবো,পুরোনো কিছু ব্রিজের স্থলে নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো আছে। জনদুর্ভোগ এড়াতে আপাতত জেলা কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে উপজেলা পরিষদ থেকে ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।।