বাংলাবান্ধা স্থলবন্দর: তিন দিন বন্ধের পর পুনরায় চালু

প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ণ ১৯৬ বার পঠিত
বাংলাবান্ধা স্থলবন্দর: তিন দিন বন্ধের পর পুনরায় চালু

ভারতের লোকসভা নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার শুরু হয়েছে।

শনিবার সকাল থেকেই বন্দরটিতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।

জানা যায়, ভারতের দার্জিলিং জেলায় দ্বিতীয় ধাপের লোকসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ২৪ এপ্রিল বুধবার থেকে ২৬ এপ্রিল শুক্রবার পর্যন্ত তিন দিন জরুরি চিকিৎসা ও শিক্ষা সংশ্লিষ্ট যাত্রী ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে, স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের যাতায়াত পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) মধ্যে পণ্য আদান-প্রদানের সুবিধা রয়েছে।